Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রতিবন্ধি ভাতা

দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত বাংলাদেশে জনবহুল দেশ । এদেশের অধিকাংশ এলাকায় রয়েছে কৃষি জমি বিস্তৃত । এদেশ একটি কৃষিপ্রধান দেশ নামেই পরিচিত । এদেশে রয়েছে বিভিন্ন শ্রেনি ও পেষায় নিয়োজিত মানুষ । আমাদের দেশের কাজকর্মে সক্ষম ব্যক্তি ছাড়াও রয়েছে অসংখ্য কর্মহীন লোক যে লোকগুলি নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম গুলি ঠিকভাবে করতে পারে না । তেমনি রয়েছে এদেশে বহু প্রতিবন্ধি শিশু, যুবক ও বৃদ্ধ/বৃদ্ধা । যাহারা সমাজের অবহেলিত মানুষ । কিন্তু সরকার এদের পূনর্বাসন ও কর্মে পারদর্শী করার জন্য গড়ে তুলেছেন নানামূখী কর্মসূচী । তাদেরকে দিয়ে সরকার এখন সরকারি, বে-সরকারি, আধা সরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে তাদের মেধানুযায়ী কর্মের ব্যবস্থা গ্রহন করেছেন ।  তাদেরকে সাধারণ মানুষের মতই কথা বার্তা কাজে কর্মে সরকার নানাভাবে প্রচার ও সহযোগীতা  করছেন । এতে করে তাহারা আর অবহেলিত থাকছেন না । তাহারা এখন স্বয়ং সম্পন্ন হচ্ছে । সরকার তাদের বেচে থাকার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন ।

 

অত্র সোনারায় ইউনিয়নে অসংখ্য প্রতিবন্ধিদের মাঝে ০৫ জন প্রতিবন্ধিকে সরকার ভাতা প্রদান করেন ।

ভবিৎষতে যাহাতে সকল প্রতিবন্ধিদেরকে ভাতা প্রদান ও সকল কাজে অংশ গ্রহন করবেন বলে আশা করা যাচ্ছে ।

 

তালিকা নিম্নরুপ।

 

ক্রমিক নংনামপিতার নামগ্রামওয়ার্ডমন্তব্য
০১মোছাঃ আমিনা খাতুনতোফাজ্জলনস্কুরীপাড়া০৮ 
০২মোছাঃ জেসমিনআমজাদকেশবেরপাড়া০৮ 
০৩মোছাঃ শারমিন খাতুনসাবুমাসুন্দি০৮ 
০৪গোপাল চন্দ্র শীলনির্মল চন্দ্রশীলতেলিহাটা০৯ 
০৫মোছাঃ গিনি বেগমশহিদুলনতুরপাড়া০৯