দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত বাংলাদেশে জনবহুল দেশ । এদেশের অধিকাংশ এলাকায় রয়েছে কৃষি জমি বিস্তৃত । এদেশ একটি কৃষিপ্রধান দেশ নামেই পরিচিত । এদেশে রয়েছে বিভিন্ন শ্রেনি ও পেষায় নিয়োজিত মানুষ । আমাদের দেশের কাজকর্মে সক্ষম ব্যক্তি ছাড়াও রয়েছে অসংখ্য কর্মহীন লোক যে লোকগুলি নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম গুলি ঠিকভাবে করতে পারে না । তেমনি রয়েছে এদেশে বহু প্রতিবন্ধি শিশু, যুবক ও বৃদ্ধ/বৃদ্ধা । যাহারা সমাজের অবহেলিত মানুষ । কিন্তু সরকার এদের পূনর্বাসন ও কর্মে পারদর্শী করার জন্য গড়ে তুলেছেন নানামূখী কর্মসূচী । তাদেরকে দিয়ে সরকার এখন সরকারি, বে-সরকারি, আধা সরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে তাদের মেধানুযায়ী কর্মের ব্যবস্থা গ্রহন করেছেন । তাদেরকে সাধারণ মানুষের মতই কথা বার্তা কাজে কর্মে সরকার নানাভাবে প্রচার ও সহযোগীতা করছেন । এতে করে তাহারা আর অবহেলিত থাকছেন না । তাহারা এখন স্বয়ং সম্পন্ন হচ্ছে । সরকার তাদের বেচে থাকার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন ।
অত্র সোনারায় ইউনিয়নে অসংখ্য প্রতিবন্ধিদের মাঝে ০৫ জন প্রতিবন্ধিকে সরকার ভাতা প্রদান করেন ।
ভবিৎষতে যাহাতে সকল প্রতিবন্ধিদেরকে ভাতা প্রদান ও সকল কাজে অংশ গ্রহন করবেন বলে আশা করা যাচ্ছে ।
তালিকা নিম্নরুপ।
ক্রমিক নং | নাম | পিতার নাম | গ্রাম | ওয়ার্ড | মন্তব্য |
---|---|---|---|---|---|
০১ | মোছাঃ আমিনা খাতুন | তোফাজ্জল | নস্কুরীপাড়া | ০৮ | |
০২ | মোছাঃ জেসমিন | আমজাদ | কেশবেরপাড়া | ০৮ | |
০৩ | মোছাঃ শারমিন খাতুন | সাবু | মাসুন্দি | ০৮ | |
০৪ | গোপাল চন্দ্র শীল | নির্মল চন্দ্রশীল | তেলিহাটা | ০৯ | |
০৫ | মোছাঃ গিনি বেগম | শহিদুল | নতুরপাড়া | ০৯ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS